সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশাল সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) ও সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে বৃক্ষরোপক কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। একই সঙ্গে তিনে শিশু পরিবারের জন্য একটি নামাজের কক্ষও উদ্বোধন করেন।

 ৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় সমাজসেবা অধিদপ্তর বরিশাল এর আয়োজনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, সমাজসেবা অধিদপ্তর বরিশাল প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। এ ছাড়াও শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

প্রথমে সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) বরিশালের ধর্মীয় শিক্ষা ও নামাজের কক্ষে উন্নয়ন ও টাইলসসহ স্থাপন কাজ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের টাইলস প্রতিস্থাপন ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এরপর তিনি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি একটি ফলদ বৃক্ষ রোপন করেন। পরে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় বরিশালে ধর্মীয় শিক্ষা ও নামাজের কক্ষে উন্নয়ন ও টাইলসসহ স্থাপন কাজ এবং মাল্টা বাগানের উদ্বোধন করেন।