সাংবাদিক মিজানুর রহমান খান একজন আদর্শ গণমাধ্যম ব্যক্তিত্ব

সাংবাদিক মিজানুর রহমান খান একজন আদর্শ গণমাধ্যম ব্যক্তিত্ব

বরেন্য সাংবাদিক, বরিশালের কৃতি সন্তান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের স্মরণ সভায় বক্তারা বলেছেন, মিজানুর রহমান খান ছিলেন একজন সংবিধান বিষেশজ্ঞ আদর্শ গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি তার লেখনির মাধ্যমের গোটা জাতির কাছে একজন আলোকিত মানুষ হিসেবে স্থান করে নিয়েছেন। তাঁর অকালে চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে মিজানুর রহমান খান স্মরণ অনুষ্ঠানের আয়োজন কওে বিপ্লবী বাংলাদেশ।

বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন, বরিশালের মাটিতে বেড়ে ওঠা মিজানুর রহমান খান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদেও সমৃদ্ধ করেছেন। তিনি ব্রজমোহন কলেজের অধ্যয়ন করার সময় বরিশালের গণমাধ্যমে কাজ শুরু করেন। দেশের প্রখ্যাত সাংবাদিকের পেশাগত পথচলা শুরু হয় বরিশালের খ্যাতনামা আঞ্চলিক দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে। বরিশালে তিনি আবৃত্তি চর্চাও শুরু করেছিলেন।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমদের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন সাংবাদিক মিজানুর রহমান খানের চাচা ফিরোজ আলম খান, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, এ্যাড এসএম ইকবাল, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নজরুল ইসলাম চুন্নু, তপংকর চক্রবর্তী, আমজাদ হোসাইন, কাজী মিরাজ মাহামুদ, গোপাল সরকার, সৈয়দ দুলাল ও অপূর্ব অপুসহ অন্যান্যরা।

বক্তারা দেশ বরেন্য সাংবাদিক বরিশালের কৃতি সন্তান মিজানুর রহমানের মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে। এ সময় মিজানুর রহমানের সংবিধান ও আইন নিয়ে লেখালেখির পারদর্শিতার নিয়ে কথা বলেন সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন সাংবাদিক মিজানুর রহমান লেখনির মাধ্যমে সাংবাদিক অঙ্গনসহ সব মহলের মাঝে বেচে থাকবেন।

গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন মিজানুর রহমান খান। ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা  কেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। গত শনিবার বিকেলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। ১১ জানুয়ারি তিনি মারা যান।

তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল অন্যতম। বরিশালের নলছিটিতে জন্ম নেয়া দেশ বরেন্য এই সাংবাদিক বরিশাল সরকারি বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।