সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবসে বরিশালে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবসে বরিশালে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনা সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঘোষিত ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর কমিটি।

বুধবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সাম্প্রদায়িকতা প্রতিরোধ দিবসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল মহানগর কমিটির সভাপতি কমরেড বিমল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী, জেলা কমিটির সম্পাদক কমরেড দুলাল মজুমদার, জেলা নেতা কমরেড মনির মুন্সি, ট্রেড ইউনিয়ন নেতা তুষার সেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর সভাপতি নুসরাত জাহান মিম প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন অধ্যাপক বিপ্লব দাস।