সাহানারা বেগমের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক
সাবেক চিফ হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলা কমিটির সভাপতি, আবুল হাসনাত আবদুল্লাহ এমপি'র সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহান আরা আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শেখ মো. টিপু সুলতান, জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক গোলাম হোসেন।
বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর সভাপতি শামিল শাহরোখ তমাল, বরিশাল জেলা সভাপতি মিন্টু দে বিবৃতিতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।