সাহানারা বেগমের মৃত্যুতে বরিশাল মহানগর আ.লীগের শোক

সাহানারা বেগমের মৃত্যুতে বরিশাল মহানগর আ.লীগের শোক

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাসসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নেতৃবন্দ।