সিপাহী-জনতা জিয়াকে ক্ষমতা এনেছে.... সরোয়ার

বিএনপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি ও এিনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান কাউকে হত্যা করে ক্ষমতায় আসেননি। সেদিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে মিলে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল।
বরিশালে অনুষ্ঠিত বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মজিবর রহমান সরোয়ার।
গতকাল রোববার বেলা ১১টায় নগরের সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের মানুষ কাউকে এককভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ হয়েছে গণতন্ত্র উদ্ধারের জন্য। জিয়াউর রহমান কাউকে হত্যা করে ক্ষমতায় তো আসেননি। জিয়াউর রহমান ক্ষমতায় বসেই মুক্তিকামী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।
সরোয়র বলেন, আমরা ১৫ই আগস্ট ও ২১ই আগস্টের সকল হত্যাকান্ডের ঘটনাকে ঘৃণা করি। আমরাও চাই এসকল ঘটনায় রাজনৈতিক বিবেচনায় নয়, নিরপক্ষভাবে তদন্ত করা হোক। আমরা স্বীকার করি আওয়ামী লীগ এদেশে একটি ঐতিহ্যবাহী দল। কিন্তু সেই জন্য তারা ২৯ ডিসেম্বর গভিররাতে ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের বাক্স ভরে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখবে সেই আওয়ামী লীগকে ঐতিহ্যবাহী দল স্বীকার করি না।
মজিবর রহমান সরোয়ার আরো বলেন, যে দেশে জনগণের ভোটের অধিকার থাকে না সেদেশের স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি চালু করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কারো সাথে অবৈধ চুক্তি করে নিজের দেশের ঐতিহ্য ধ্বংস করে নাই। সরকার বিরোধী দলের সভা-সমাবেশ, মিছিল-মিটিং-এ বাধা প্রদানসহ যতই হত্যা, গুম, নির্যাতন চালাবেন ততই তাদের উন্নয়ন দেশবাসীর কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়বে। এদেশের মানুষ তার স্বাভাবিক ভোটের অধিকার ফিরে পেতে চায়। সেই সাথে আমরাও স্বাভাবিক রাজনীতি করার পাশাপাশি মানুষের ভোটের অধিকারসহ গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করে যাব।
এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, মহানগর সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মনিরুল আহসান তালুকদার মনির, অ্যাড. আকতার হোসেন মেবুল, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাড. আলি হায়দার বাবুল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি অ্যাড. পারভেজ আকন বিপ্লব, মহানগর শ্রমীকদল সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও মহিলা দল কেন্দ্রীয় সদস্য শামিমা আকবর।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সহ-সভাপতি ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম রুনু সরদার, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট।
সমাবেশ সঞ্চলানা করেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।