সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপে তীব্র যানজট

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপে তীব্র যানজট

টানা ১৪ দিনের কঠোর লকডাউন শেষে যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনেই হাজার হাজার পরিবনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট দেখা দেয়। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, দীর্ঘদিন ১৪ দিন লকডাউন থাকার পর উত্তর-দক্ষিণবঙ্গের ২১ জেলার যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। তার উপর মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় যানজট লাগছে। এছাড়াও সেতুর পশ্চিমপাড়ের নলকা সেতুটি ঝুকিপূর্ণ হওয়ায় যান চলাচল কিছুটা ব্যাহত হওয়ায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, রাজশাহী, পাবনা ও বগুড়া তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করে। এ কারণে মহাসড়কটিতে সব সময়ই চাপ থাকে। যার ফলে এই ২২ কিলোমিটার মহসড়েক যানজট রয়েছে। এছাড়াও হাটিকুমরুল থেকে চান্দাইকোন পর্যন্ত থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।