সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। গত রবিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দেয়া নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার রিপোর্ট পজেটিভ আসে।
সিলেটে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি হলেন ডা. জাহিদুল ইসলাম। আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজে নিশ্চিত করেছেন।
ডা. জাহিদুল ইসলাম বলেন, ৩/৪ দিন থেকে শরীরে একটু ব্যথা অনুভব করায় এবং কাশি থাকায় টেস্টের জন্য রবিবার নমুনা দেই। মঙ্গলবার এর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে কাশি আর হালকা শরীর ব্যথা ছাড়া কোনো উপসর্গ নেই।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই জাহিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা কোভিড-১৯-এ আক্রান্ত হন। এ সময় জাহিদুল ইসলাম, তার বাবা নজরুল ইসলাম, মা (৭৫) ও স্ত্রী (৪৫) পজেটিভ শনাক্ত হন। তবে জাহিদুল ইসলামের বাবা নজরুল ইসলাম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশেন সেন্টারে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
ভোরের আলো/ভিঅ/১০/০২/২০২১