স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে

স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে

অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে। তিনি রাজ্যের নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে।

বুধবার কলকাতার হেস্টিংসে বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মিঠুনের দাবি মমতার দল থেকে একাধিক বিধায়ক ও নেতাকর্মী বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরি হয়েছেন। মিঠুন বলেন, ৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ভালো যোগাযোগ রাখছেন। ২১ জনতো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।

এদিকে, মিঠুনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, দিদি-ভাইয়ের সম্পর্কে চূড়ান্ত কলঙ্কের নজির মিঠুন চক্রবর্তী। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এত সম্মান দিলেন, তাকেই মাঝপথে শুধু ছেড়েই গেলেন না, পেছন থেকে ছুরি মারলেন। নির্বাচনের সময় কুৎসা, অপপ্রচার করলেন। এরকম ভাই যেন কোনো দিদির না হয়।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস ও আজতাক।