স্বচ্ছতার মাধ্যমে দশমিনায় ধান সংগ্রহের উদ্ধোধন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি বোরো মৌসুমে স্বচ্ছতার মাধ্যমে সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্ধোধন করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গোডাউনে এ ধান সংগ্রহের উদ্ধোধন হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে টনপ্রতি ২৭হাজার টাকা মূল্যে সরকারি খাদ্যগুদাম ১শ’ ৪টন ধান ক্রয় করবে।
বোরো ধান সংগ্রহের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর আহম্মদ, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শন ইসরাত জাহান মনা, দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটনসহ কৃষকগন উপস্থিত ছিলেন।