হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সনাকের মতবিনিময়

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সনাকের মতবিনিময়
বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চিকি]সা সেবা নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে হাসপাতাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালে সেবার সার্বিক মানোন্নয়নে সিটিজেন চার্টার হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে আসা রোগীদের অভিযোগ গ্রহণ ও নিরসন করা, ডাক্তার ও টেকনিশিয়ান এর শুণ্যপদ পুরণ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের তালিকা ও ডিউটি রোস্টার টানানোর জন্য অনুরোধ জানানো হয়। এ ছাড়া অনৈতিক লেনদেন বন্ধ করার জন্য প্রতিটি লেনদেনে রশিদ প্রদান; দালালের দৌরাত্ম্য বন্ধ; ঔষধ কোম্পানীর প্রতিনিধি নিয়ন্ত্রণ; গর্ভবতী নারীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, স্বজন সদস্য শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সিনিয়র স্টাফ নার্স আনজুমান আরা বেগম, স্টোর কিপার সেকান্দার বাদশা প্রমূখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবির এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম।