৪ দফা দাবিতে দ্বিতীয় দিনেও ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ

৪ দফা দাবিতে দ্বিতীয় দিনেও ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ
৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনেও ক্লাশ-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টায় শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্ত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর দুপুর পর্যন্ত বিক্ষোভ চলে। এদিকে একই দাবিতে বেসরকারি ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীরা নগরীরর সি এ- বি সড়কে তাদের প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি পালন করে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালু, ৬ হাজার টাকার ইন্টার্ন ভাতার পরিবর্তে ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করা, স্টাইপেন্ড ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্রাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই ভাবে আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সারাদেশে ১২টি সরকারি নার্সিং কলেজ রয়েছে। তার মধ্যে বরিশাল সরকারি নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থী গতকাল আন্দোলনে নামে। এর সঙ্গে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ৫০০ শিক্ষার্থী একইভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায়। বাংলাদেশ বেসিক গ্রাজুুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন এর কমিটি রয়েছে ৭টি কলেজে। এ কারণে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে গত দুই দিন ধরে একযোগে ক্লাশ, পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আন্দোলন করছে নার্সিং শিক্ষার্থীরা।