হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন বিষয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আগামীকাল সোমবার বেলা ১১টায় সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মামনুল হক এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে স্ট্যাটাস দেওয়ার জেরে গত বুধবার সকালে দিরাই-শাল্লা উপজেলার কয়েকটি গ্রামের লোক বিক্ষোভ মিছিল করে হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাট চালায়।
এতে গ্রামের ৯০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এ হামলার ঘটনায় দুটি মামলায় এজাহারভুক্ত দু’জনসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।