১০ শিল্পীর কণ্ঠে বিজয় দিবসের গান

মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রোটিউন থেকে থেকে প্রকাশ পেয়েছে বিশেষ এক দেশের গান। ‘লাল সবুজের ফেরিওয়ালা’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত আয়োজনে শোভন রায়। গানে কণ্ঠ দিয়েছে ১০ জন শিল্পী। বেলাল খান, লুৎফর হাসান, পূজা, তাসনিম আনিকা, অবন্তী সিঁথি, মাহতিম সাকিব, মাহাদী সুলতান, তাসমি, ঈষিকা, মাহদি সুলতান ও শোভন রায়।
গানটির শুটিং সম্পন্ন হয়েছে সোনারগাঁও এর পানাম নগরীতে। দিনব্যাপী শুটিং করেছেন শিল্পীরা। এই গান নিয়ে তাদের সকলেই উচ্ছ্বসিত। প্রোটিউন ভিডিও টিমের পরিচালনায় এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ডিসেম্বরের প্রথম দিন থেকেই গানটি প্রোটিউন এর নিজস্ব চ্যানেলে প্রচার শুরু হয়েছে।