১০০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বরিশাল জেলা প্রশাসন

১০০০ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বরিশাল জেলা প্রশাসন

বরিশালে মঙ্গলবার ১ হাজার অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে জেলা প্রশাসন।

বেলা ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ত্রাণ বিতরণ করবেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জনপ্রতি ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১ কেজি সয়াবিন তেল দেয়া হবে। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজরা) ৭০জনকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। 

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই সহায়তা দেয়া হচ্ছে। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে।