১৮টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতি

কোভিড-১৯ সংক্রমন করোনা রোগীদের সেবার লক্ষ্যে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে ১৮ টি অক্সজেন সিলিন্ডারসহ সম্পূরক সামগ্রী হস্তান্তর করলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সদস্যরা।
শনিবার ৪ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ মিঃ সময় সিভিল সার্জন কার্যালয়ে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের অন্যতম করোনা যোদ্ধা ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন করোনা রোগীদের সেবায় ১৮টি অক্সিজেন সিলিন্ডার আনুষ্ঠানিকভাবে গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ড. এস এম এ জাফর বাদশা, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক একেএম কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, সমিতির সিনিয়র সদস্য মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আজীবন সদস্য জাকির মাহমুদ সেলিম, সদর উজেলা আওয়ামীলীগের সদস্যএকেএম কলেজের প্রভাষক স্বপন কুমার খাসকেল। এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর সময় ভিডও কনফারেন্সে যুক্ত হয়ে সিভিল সার্জনকে শুভেচ্ছা জানান ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি মেজর (অবঃ) মোঃ ইকবাল হোসেন খান, সহ-সভাপতি আবিহ আবদুল্লাহ খান নান্নু, সহ-সভাপতি স্থপতি (আর্কিটেক) নিখিল চন্দ্র গুহ। তারা বলেন যতদিন করোনা থাকবে ততোদিন এ অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকবে। করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রাপ্ত হয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ সব সিলিন্ডার উপজেলা সমূহের স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত প্রেরন করা হবে। তিনি পটুয়াখালী জেলা সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানান। এ সময় সমিতির সভাপতি মির্জাগঞ্জের কৃতি সন্তান মেজর (অবঃ) ইকবাল হোসেন ব্যক্তিগতভাবে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ অক্সিজেন ব্যাংকে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।