বরিশালে আলোচনা সভার মধ্য দিয়ে ১৯তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সস্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শের-ই-বাংলা মেডিকেলের উপ-পরিচালক ডা. জসীম উদ্দিন হাওলাদার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন ও জেলা বিএমএ সভাপতি ডা. ইশতিয়াক আহম্মেদ।
সভায় বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিউনিটি ক্লিনিকে জনগণের স্বাস্থ্য সেবা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
এর আগে ব্রাউন কম্পাউন্ডে বেলুন-ফেস্টুন উড়িয়ে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম।