নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে গতকাল সকাল সাড়ে ৯টায় নগরীর আমানতগঞ্জ কলকারখানা ও পরিদর্শন কার্যালয় চত্ত্বর থেকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নেতৃত্বে নগরীতে বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে শেষ হয়। পরে সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উদ্বোধন শেষে অশ্বিনী কুমার হলে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিমন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, ডেপুটি সিভিল সার্জন ডা. মুন্সি মমিনুল হক, এডওয়ার্ড সেইফটি এমভাইরাল সেন্ট অফিসার চিনা নাগরীক দেং লিবো, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।
এছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকরা সভায় বক্তব্য রাখেন। সভায় পেশাগত স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
সভা শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন, অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, মিঠুন রায়, কমল ঘোষসহ উদীচীর শিল্পীরা।