২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৫২৯

দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৫২৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার সারা দেশে ৩৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন; সেই সঙ্গে ১৩ জনের মৃত্যুর খবর এসেছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ২৬৬ জন কোভিড রোগী শনাক্ত হল। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের।
সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন ৩ হাজার ৩৪০ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন সুস্থ হয়ে উঠলেন।