২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ মৃত্যু,শনাক্ত ১৯৯৮

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ মৃত্যু,শনাক্ত ১৯৯৮

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয় এবং হার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ। অর্থাৎ, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত কম হলেও পরীক্ষা বিবেচনায় হার বেড়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮১ হাজার ৯৭২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৮১ জন।