২৪ ঘণ্টায় ৭২৪৮ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় ৭২৪৮ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ১৭২ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২৪৮ জনের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন কোভিড রোগী শনাক্ত হলো। আর করোনায় মোট মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন।

বুধবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিন ১৯ দশমিক ১৮ শতাংশ ছিল। আগের দিন মঙ্গলবার সারা দেশে ৭ হাজার ৫৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ১৯৮ জনের।