৭২ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু

৭২ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে টানা তিনদিনে (৭২ ঘণ্টা) দুইজন করে ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ১৬৭ জন এবং ঢাকার বাইরের ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৭ হাজার ৭৯০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৭৭১ জন। মারা গেছেন ৬৫ জন।