‘দেবদাস’ হয়ে হাজির আসিফ আকবর

‘দেবদাস’ হয়ে হাজির  আসিফ আকবর
জনপ্রিয় কণ্ঠশিল্পী নতুন নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। শুধু তাই নয়, এসব গানে নিজেই পারফর্মও করছেন। নানা চরিত্রে তার অভিনয়ও দেখতে পারছে তার ভক্তরা। এবার আসিফ আকবর হাজির হচ্ছেন দেবদাস রূপে। একটি গানের মিউজিক ভিডিওতে দেবদাস রূপে দেখা যাবে আসিফকে। জানা যায়, গানটির শিরোনামও ‘দেবদাস’। এতে কণ্ঠ দিয়েছেন আসিফ নিজেই। রাজীব আহমেদ-এর কথায় গানের সুর-সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিওর পরিচালক হিসেবে ছিলেন চন্দন রয় চৌধুরী। আসিফ জানান, মানিকগঞ্জে গানটির শুটিং হয়েছে। গানটি বাজারে নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন