‘বন্যা মোকাবেলায় মনিটরিং চলছে’

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি নিজে সারাদেশে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং এবং অনলাইনে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
রোববার মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে এক জরুরি বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়ের প্রকৌশলীরা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক আরও বলেন, অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।
এদিকে জলাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্য (নারায়নগঞ্জ-৪) শামীম ওসমান মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ডিএনডি প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে সেচ সম্প্রসারণ এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।