‘ভাবি না আমি অকেশনাল বোলার’

‘ভাবি না আমি অকেশনাল বোলার’

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন। রবিবার (৩১ জুলাই) হারারেতে তার বোলিং ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় মোসাদ্দেক প্রথমবারের মতো তুলে নেন ৫ উইকেট। ম্যাচ সেরা মোসাদ্দেক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কীভাবে তিনি ৫ উইকেট পেলেন। ডানহাতি এই স্পিনিং অলরাউন্ডার আরও বলেছেন, তিনি কখনোই ভাবেন না দলের মূল বোলার তিনি নন।

ইনিংসের প্রথম ওভারেই মোসাদ্দেকের হাতে বল তুলে নেন অধিনায়ক নুরুল হাসান। প্রথম বলেই চাকাভাকে ফিরিয়ে দারুণ শুরু। ওভারের শেষ বলে তার শিকার মাধেভেরে।

পরের তিন ওভারে মোসাদ্দেকের শিকার অধিনায়ক ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ও মিল্টন সুম্বাকে। আর তাতেই মোসাদ্দেক পেয়ে যান টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

প্রথমবারের মতো ৫ উইকেট নেওয়া মোসাদ্দেক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগেও বলেছি, আমি যখন বোলিং করি, তখন ভাবি না যে আমি অকেশনাল বোলার। সবসময় মূল বোলার হিসেবে বোলিং করার চেষ্টা করি। অধিনায়ক যখন আমার হাতে বল তুলে দিয়েছিলেন, তখন মাথায় ছিল কীভাবে রানটা আটকে রাখা যায়। যদি খেয়াল করেন দেখবেন, উইকেট বোলারদের জন্য খুব বেশি হেল্পফুল ছিল না। আমাদের পরিকল্পনা ছিল ১৬০-১৭০ রানের মধ্যে আটকে রাখা।’

বোলিংয়ে নিজের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক আরও বলেছেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি।’

ইলিয়াস সানি, সাকিব, মোস্তাফিজের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নিয়ে দারুণ খুশি মোসাদ্দেক, ‘দারুণ অনুভব করছি। কখনও কল্পনা করিনি ৫ উইকেট পাবো। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি। এই সিরিজে আমি বোলিং করবো সেটা ম্যানেজমেন্ট ঠিক করে দিয়েছিল। স্পিন দিয়ে আক্রমণ শুরু হবে। আমি যখন বোলিং পেয়েছি শুধু ভালো জায়গায় বোলিং করতে চেয়েছি। এজন্য সফল হয়েছি।’

প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। আগামী ২ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।