‘‌‍‌‌‌‌‌‌‌দেশে ক্যাসিনোই মূল সংকট নয়’

‘‌‍‌‌‌‌‌‌‌দেশে ক্যাসিনোই মূল সংকট নয়’

শুধু কয়েকটি ক্যাসিনো মূল সংকট নয়, সারা দেশে চলমান লুটপাট-দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডই মূল সংকট। এমন দাবি করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ক্যাসিনোর সঙ্গে জড়িত মূল হোতাদের আটকের পাশাপাশি অভিযান চলমান রাখলে সরকার অব্যশ্যই ধন্যবাদ পাবেন বলেও মন্তব্য করেন তিনি। সকালে, জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত 'লুটপাট-দুর্নীতি বর্তমান বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুয়াবিরোধী অভিযান সকারের নাটক কিনা তা এখনো পরিস্কার নয় বলেও মন্তব্য করেন গয়েশ্বর রায়।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক বলেন, দুর্নীতি-টাকা পাচার নিয়ে বিএনপি এতোদিন যে অভিযোগ করে আসছিল তা এখন প্রমাণিত। ক্যাসিনোর সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তার না করলে প্রমাণ হবে, চলমান অভিযান শুধু লোক দেখানো।