অপহরণ মামলার আসামি গ্রেফতার

অপহরণ মামলার আসামি গ্রেফতার
বরিশালের বানারীপাড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি কালাম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার (৯ জুন) সকালে উপজেলার গাভা গ্রামের রাসেল তালুকদার তার সহযোগীদের দিয়ে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে অপহৃত ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাসেল তালুকদার, তার বাবা কালাম তালুকদার ও মা তানিয়া বেগমের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামি কালাম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামি রাসেল ও তার মা তানিয়া পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।