আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৪৯ হাজার ৬শ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন অতিথিরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক একেএম শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. সেলিম। সভায় এইচএসসি, এসএসসি ও পিএসসি ক্যাটাগরীতে ৬০ শিক্ষার্থীর মাঝে সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।