চুল বশে আনবে ১০ উপাদান

চুল বশে আনবে ১০ উপাদান

রুক্ষ ও এলোমেলো চুলের যতেœ হাতের কাছাকাছি থাকা কয়েকটি উপাদান ব্যবহার করতে পারেন। এগুলো মোলায়েম ও ঝলমলে করবে চুল। পাশাপাশি চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করবে। 

মাখন লাগান চুলে। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

টক দই চমৎকার উপাদান চুলের জন্য। চুলে সরাসরি লাগান টক দই। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতেও বেশ কার্যকর। 

ফসফরাস, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ নিম পাতা চুল করে সিল্কি ও মসৃণ। এক কাপ গরম নারকেল তেলে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন নিম পাতা। এরপর তেল ম্যাসাজ করুন চুলে। ঘণ্টা খানেক রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 অ্যালোভেরা জেল চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। যেকোনো হেয়ার প্যাকেও মিশিয়ে নেওয়া যায় এই জেল।

পাকা কলা লাগান চুলে। সামান্য মধু ও টক দই মিশিয়ে নিতে পারেন। ৪০ মিনিট চুলে রেখে ভালো করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল হবে ঝলমলে।
অ্যালোভেরা জেল : মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে বেটে চুলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ডিম ফেটিয়ে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

সামান্য মেথি অথবা নিম পাতা মিশিয়ে অলিভ অয়েল গরম করে নিন। গরম তেল ম্যাসাজ করুন চুলে। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

সিল্কি চুলের জন্য ব্যবহার করতে পারেন বেসন।  এজন্য টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন শ্যাম্পু ব্যবহার করে। 

অল্প পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।