আহত বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতিকে দেখতে যান মজিবর রহমান সরোয়ার

আহত বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতিকে দেখতে যান মজিবর রহমান সরোয়ার

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি বাবুগঞ্জের কৃতিসন্তান আজিজুল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

তিনি ঈদের দিন দুপুরে সিএনজি যোগে বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার পথিমধ্যে গরিয়ারপাড় নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

তার গুরুতর আহতের খবর পেয়ে তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট মজিবর রহমান সরোয়ার। 

বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে বাড়িতে অবস্থান করছেন। দুর্ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙ্গে গেছে। তার আশু রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে ।