একুশে বই মেলায় আরাফাত শাহরিয়ারের ‘চাকরি পাওয়ার মন্ত্র’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক লেখক আরাফাত শাহরিয়ারের ‘চাকরি পাওয়ার মন্ত্র’। চাকরি প্রত্যাশীদের বইটি প্রকাশ করেছে দেশের সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’। বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সফল ৩৫ জনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হেেছ বইটিতে। ৩৭তম বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে প্রথম রহমত আলী শাকিল, প্রশাসন ক্যাডারে প্রথম তকী ফয়সাল, পুলিশ ক্যাডারে প্রথম হালিমুল হারুন, ১০ম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় প্রথম ফরিদ উদ্দীন ও ১১তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম রিমি সাহা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকারী অনেক তুখোড় মেধাবীর পরামর্শ রয়েছে এই বইয়ে। তারা কি ভাবে প্রস্তুুতি নিয়েছেন, কিভাবে সফল হলেন, ভালো করার টেকনিক সহ নিয়োগ পরীক্ষার নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন চাকরি প্রত্যাশীদের জন্য।
বইটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতনামা প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। ‘চাকরি পাওয়ার মন্ত্র’ বইটির মূল্য ১৭০ টাকা হলেও মেলায় ২৫ ভাগ ছাড় দিয়ে বিক্রি হচ্ছে ১২৭ টাকায়। বইটির লেখক আরাফাত শাহরিয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহকারী পরিচালক।
বইটির পাতায় পাতায় রয়েছে বিসিএস পরীক্ষা, ব্যাংক জব, সহকারী জজ, সাব রেজিস্ট্রার, সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন প্রতিযোগীতামূলক নিয়োগ পরীক্ষায় সফলদের স্বপ্নগাঁথা। যাদের চাকরি হচ্ছে না কিংবা অপছন্দের চাকরিতে থেকে জুত সই চাকরি খুঁজছেন, হতাশা কাটিয়ে তাদের প্রেরণা যোগাতে পারে বইটি।
লেখক আরাফাত শাহরিয়ার স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে। দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প, নিবন্ধ ও ফিচার লিখছেন। শীর্ষস্থানীয় দুটি জাতীয় দৈনিকে এর আগে সাংবাদিকতা করেছেন তিনি।