করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আতাউল হক মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
খোন্দকার আতাউল হক জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল আসে। তিনি শ্বাসকষ্টজনিত রোগেও ভুগছিলেন।
মুক্তিযুদ্ধের ঘটনাবহুল ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সম্প্রতি তিনি একটি বই লেখার কাজে সম্পৃক্ত হন। তিনি পাক্ষিক আলোর মিছিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে খোন্দকার আতাউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।