কুয়াকাটায় বরিশাল প্রেসক্লাবের মিলনমেলা

কুয়াকাটায় বরিশাল প্রেসক্লাবের মিলনমেলা

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব বনভোজন-২০২২ উদ্যাপনে কুয়াকাটায় অবস্থান করছে বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। শুক্রবার সকাল সাড়ে  ৯ টায় সৌন্দর্যের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে বাসযোগে বরিশাল ত্যাগ করেন সাংবাদিকরা।

বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটায় পৌঁছায় তারা।বরিশাল থেকে এক দিনের বনভোজন সফর শেষে শনিবার বিকেলে বরিশালের ফেরার কথা রয়েছে তাদের। এর আগে  শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এর নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে শতাধিক সদস্যরা এ বণভোজনে অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য এই আয়োজনে আরো অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে এম নয়ন, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফিন তুষার, দপ্তর সম্পাদক এম লোকমান হোসাঈন, কার্যনির্বাহী সদস্য তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, এম মোফাজ্জেল, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক ভুইয়া,  সিনিয়র সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল, অরুপ তালুকদার, আমিনুল ইসলাম খসরু, জহিরুল হক ফারুক। আকতার ফারুক শাহীন, গোপাল সরকার, মোঃ জিয়া উদ্দিন বাবু, জাকির হোসেন, বেলায়েত বাবলু, নাসিমুল হক, জে খান স্বপন, নাসির উদ্দিন, অপূর্ব অপু, সাগর বৈদ্য, মাইনুল ইসলাম সবুজ, এম মিরাজ, দেওয়ান মোহন। সহোযোগী সদস্য শাহজাহান হাওলাদার, তালুকদার মাসুদ, এম সালাউদ্দিন, কাজল ঘোষ, হালিম ভুইয়া, ফারুক লিটু, রেদোয়ান রানা, সাকিউজ্জামান মিলন, মাসুদ রানা, কামরুজ্জামান জুয়েল রানা, আলামিন জুয়েল, শামীম আহমেদ, আজিম হোসেন সুহাদ, নাসির হোসেন, সাঈদ পান্থ, এস এম শামীম ও অফিস সহায় মানিক। উল্লেখ্য, শেষের দিকে বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মুরাদ আহম্মেদ,সাইফুর রহমান মিরণ, ফিরদাউস সোহাগ ও সদস্য রাহাত খান।