খারাপ খবর মাশরাফি দিলেন

২৪ ঘণ্টা আগেও মাশরাফি মুর্তজার চোট কিংবা ফিটনেস নিয়ে কোনও শঙ্কা ছিল না। মিনিস্টার গ্রুপ ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল তেমনটাই জানিয়েছিলেন। তবে (মঙ্গলবার) সকালে অনুশীলনে এসে চোটে পড়েন মাশরাফি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ঢাকার উদ্বোধনী ম্যাচ হয়তো মিস করবেন এই পেসার। কিন্তু সন্ধ্যা হতেই জানা গেলো আরও খারাপ খবর।
এক ম্যাচ নয়, একাধিক ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। পিঠের ব্যথার জন্য ইনজেকশন নিয়ে ফল পেয়েছেন মাশরাফি। অবস্থা ভালো হওয়াতে আজ লম্বা রানআপে বোলিং শুরু করেন। কিন্তু দুই-একটি ডেলিভারির পরই থামতে হয় তাকে। মাশরাফি বলেছেন, ‘ইনজেকশন নেওয়ার পর অনেকটাই কমে গিয়েছিল পিঠের ব্যথা। আজ বেশ ভালো অনুভব করছিলাম। এ কারণেই পুরো রানআপে বোলিংয়ের চেষ্টা করছিলাম। কিন্তু এবার গ্লুটসে টান লেগে গেলো। তারপরও চেষ্টা করেছি, কিন্তু প্রচ- ব্যথায় আর পারিনি।’
শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন এই ক্রিকেটার, ‘চোটের অবস্থা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। দুই-একদিন গেলে আরেকটু পরিষ্কার হবে। প্রথম ম্যাচ হয়তো আমি এমনিতেই খেলতাম না, ভালোভাবে অনুশীলন করে তারপর নামতাম। এখন শুরুর দুই-একটি ম্যাচ খেলতে পারবো না বলে মনে হচ্ছে।’
ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন, মাশরাফিকে নিয়ে ঢাকা ঝুঁকি নেবে না, ‘কোমড়ে ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফি। তাকে নিয়ে কোনও ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তার খেলা না খেলা নির্ভর করছে ব্যথামুক্ত হওয়ার ওপর, ফিট থাকার ওপর। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথামুক্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।’
মাশরাফি গত বছরের ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর বিপিএল খেলতে ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। বেশ কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করেছেন। গত সপ্তাহে বোলিং করতে গিয়ে পিঠের পুরনো ব্যথায় আক্রান্ত হন নতুন করে। এরপর চিকিৎসকের পরামর্শে কয়েকদিন বিশ্রামে থাকেন ওয়ানডের সফলতম অধিনায়ক। গতকাল মঙ্গলবার বোলিং করতে গিয়ে নতুন করে চোট পেয়েছেন মাশরাফি।