খালেদা জিয়ার পক্ষে বরিশালে ঈদ উপহার সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার পক্ষে বরিশালে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বরিশালে করোনায় কর্মহীন অসহায়-দুঃস্থ প্রায় ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়ায় নিজ বাসভবন চত্বরে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নাসরিন নিজ হাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায়-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ৬০০ গ্রাম চিনি এবং ২০০ গ্রাম গুড়া দুধ দেয়া হয়। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান আফরোজা খানম নাসরিন।