জনগণের মালিকানা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে কোনো ব্যতিক্রম করার সুযোগ নেই।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনা এবং অতীতে শেখ মুজিব যেভাবে জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, সেভাবে চলতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, দেশের মানুষ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। গণতন্ত্রকে রক্ষা করতে হলে জনগণকে তাদের মালিকানা দ্রুত ফিরিয়ে দিতে হবে।’
খসরু জানান, বিএনপি সংস্কারের বিষয় নিয়ে প্রথম থেকেই প্রস্তাব দিয়েছে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া সাত বছর আগে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
বর্তমান সরকারে বিএনপির কেউ না থাকলেও দলটি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে বলে জানান খসরু। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হয় তবে গত ১৫ বছরে সাধারণ মানুষের ত্যাগের প্রতি অবিচার করা হবে।