ঝালকাঠিতে নো মাস্ক নো সেল
করোনা ভাইরাস (কোভিড ১৯) মোকাবিলায় ঝালকাঠি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ চেম্বার অফ কমার্সের সভাপতি এবং ঝালকাঠি অ্যাডভোকেসি টিমের সদস্যদের এক জরুরী সভায় ‘নো মাস্ক নো সেল’ নামে একটি কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।
রোববার (৭ জুন) ঝালকাঠি অ্যাডভোকেসি টিমের উদ্যোগে জুম অনলাইন প্ল্যাটফর্মে সভাটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান।
ওই সভায় জনসাধারনের মুুখে মাস্ক (মুখোশ) পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে। ‘নো মাস্ক নো সেল’ নামে কর্মপরিকল্পনায় মাস্ক (মুখোশ) ছাড়া ক্রেতা জনসাধারনের কাছে কিছু বিক্রি না করার নির্দেশনা থাকবে।
অ্যাডভোকেসি টিমের সাথে সমন্বয় করে চেম্বার অফ কমার্স বাজারের দোকান-পাট গুলোতে গিয়ে গিয়ে চেম্বারের পক্ষ থেকে চিঠি পৌছে দিবে এবং মাইকিংয়ের মাধ্যমে ঝালকাঠির বাজার ঘাটে জনসাধারনের কাছে ওই খবর জানিয়ে দেয়া হবে।
ওই উদ্যেগে ঝালকাঠি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সাহয়তা করবে বলে জানা গেছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি আওয়ামী লীগের ইসরাত জাহান সোনালী, হাবিবুর রহমান হাবিল, ডালিয়া নাসরিন, বিএনপির সাকিনা আলম লিজা, মেহেদী হাসান বাপ্পি, সূর্যলোক নিউজের সম্পদাক হেমায়াত উদ্দীন হিমু, সাংবাদিক মানিক রায়, কে এম সবুজসহ অনান্য অতিথিবৃন্দ।