ডিএমপি কমিশনারের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপি

ডিএমপি কমিশনারের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবে বিএনপি

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করবেন বিএনপি। মঙ্গলবার সকাল ১০টায় ডিএমপি কমিশনারের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক এবং ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু অংশ নেবেন।