ঢাকায় কোকেনসহ ৬ জন গ্রেপ্তার

রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি কোকেনসহ এক ‘মাদক চক্রের’ ৬ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ছয়জন হলেন- মো. সুলতান হাসান (৫০), মো. হান্নান (৩৫), মো. উজ্জ্বল (২৮), উদয় দাস (৫২), পলাশ দে (৫৮) এবং মো. ফিরোজ আলম খান (৫০)।
বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়, র্যাব-১০ এর একটি দল ‘গোপন তথ্যের ভিত্তিতে’ মঙ্গলবার বিকালে যাত্রাবাড়ীর কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে এক কেজি কোকেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ের হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরো এক কেজি কোকেনসহ অপর তিনজকে গ্রেপ্তার করে র্যাব।
তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
র্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তারা আন্তর্জাতিক কোকেন পাচার চক্রের সাথেও জড়িত বলে ধারণা করা হচ্ছে।”
দুই কেজি কোকেনের দাম আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।
গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।