তজুমদ্দিনে শেখ রাসেলের জন্মদিন পালিত

ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে তজুমদ্দিন উত্তর বাজার থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শুরু করে দলীয় কার্যালয়ে এস শেষ করে। পরে এই জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । এই সময় তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার ঘৃন্য শত্রু- খুনি - ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল । তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল । শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভালবাসার নাম। অবহেলিত অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম- গঞ্জে শহর তথ্য বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিনত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার , ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান , সম্পাদক মিজান পোদ্দার , থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মি ।