দশমিনায় ১৬ মন্ডপে শারদীয় দূর্গাপূজা

দশমিনায় ১৬ মন্ডপে শারদীয় দূর্গাপূজা

সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সন্ধ্যার পড়ে মহা ষষ্ঠী মধ্য দিয়েই এ পূজার আরম্ভ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উডজেলার ৭টি ইউনিয়নে ১৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে যে, প্রতিটি পূজা মন্ডপের জন্য সরকারিভাবে ৫শ’ কেজি করে চাউল বরাদ্ধ দেওয়া হয়।

 দশমিনা থানা ওসি মেহেদী হাসান জানান, পূজা উপলক্ষে প্রতিটি পূঁজা মন্ডপে পুলিশ সদস্যসহ আনসার বাহিনী নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।