দুঃখজনক যে, আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে

দুঃখজনক যে, আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে


চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থানের জাগান দিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ২ ম্যাচের জয় ছাড়া আর কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি টিম-টাইগাররা।

এবারের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে ছয়টি ম্যাচই হেরেছে লাল-সবুজেরা। ইতোমধ্যে লজ্জাজনক পারফরম্যান্স শেষ করে দেশে ফিরেছে গোটা কয়েক ক্রিকেটাররা।

বিশ্বকাপের মতো জায়গায় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে দেশজুড়ে চলছে নানা সমালোচনা। এবার সেই সমালোচনার মধ্যে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

নিজের ভেরিফাইড টুইটারে সাবের হোসেন চৌধুরী লিখেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান পাপন) অধীনে বাংলাদেশ এ নিয়ে চারটি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে।’

তিনি বলেন, ‘(বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও। অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এটা দুঃখজনক যে, আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’