নগরীতে রাতের আধারে মাদ্রাসার সাইন বোর্ড উধাও

নগরীতে রাতের আধারে মাদ্রাসার সাইন বোর্ড উধাও

 
 বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭নং গলির মধ্য কালর্বাট সংলগ্ন রহমানিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার অঙ্গপ্রতিষ্ঠান একই ওয়ার্ডের মোহাম্মদপুর হাউজিং সংলগ্ন নদীর পারে অবস্থিত মোহাম্মদপুর হযরতা মা ফাতিমাতুজ্জহরা বহুমুখী কিরাতুল কুরআন মহিলা মাদ্রাসার অদুরেই সাটানো সাইনবোর্ডটি গত ৫ ই ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে খুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্তরা । এ ঘটনায় ঐ এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনায় জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে এলাকা একাধিক বাসিন্দারা জানিয়েছেন, মাদ্রাসার স্থানটি নিরিবিলি এবং নদীর পাড়ে হওয়ায় দিন রাত্র মাদক সেবিদের আড্ডা বসে। কিন্তু মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ায় মাদক সেবিদের কার্যক্রম বাধা হয়ে দাড়ায়। তারই প্রতিক্রিয়ায় ঐ মাদকসেবিদের হাতেই এ ঘটনা ঘটছে বলে ধারনা।

উল্লেখ্য, প্রায় ৪ বছর পূর্ব মাদ্রাসায় বালক বিভাগ চালু করেন নুরুল ইসলাম ফিরোজী। পরে পত্রিকার মাধ্যমে মাদ্রাসাটির করুন অবস্থা দেখতে পেয়ে ছুটে আসেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ, বিসিসি মেয়র সেরনিয়াবাত সদিক আবদুল্লাহ সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। তাৎক্ষনিক ভাবে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ মাদ্রাসার উন্নয়নে জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দেন। এরপরে বরিশাল জেলা প্রশাসক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাক্তিবর্গ ছুটে আসেন মাদ্রাসার উন্নয়নে। অতপর তাদেরই সহযোগীতায় মোহাম্মদপুরে বালিকা শাখা স্থাপন করা হয়।

এদিকে মন্ত্রীর আশির্বাদপুর্ন মাদ্রাসার সাইনবোর্ড চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।