নিহত জালাল উদ্দিনের লাশ উত্তোলন

পাঁচ মাস পর ঢাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জালাল উদ্দিনের (৩৮) লাশ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আনন্দবাজার গণকবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার আদালতের নির্দেশে পুলিশ লাশটি পুনরায় ময়নাতদন্তের জন্য উত্তোলন করে।
জালাল উদ্দিন ছিলেন ঢাকা মানিকনগরের একজন ব্যবসায়ী এবং শরীয়তপুরের আনু সরকার কান্দির বাসিন্দা মৃত মোহসন রাড়ীর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২০ জুলাই ঢাকার মুগদা থানার অধীনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জালাল উদ্দিন নিহত হন। এ ঘটনায় ২০ নভেম্বর জালালের স্ত্রী থানায় মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে ১৫ জানুয়ারি আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়।
নিহত জালালের স্ত্রী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়েদুল হক বলেন, “ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। নতুন কোনো তথ্য উদ্ঘাটনের জন্যই এই লাশ উত্তোলন করা হয়েছে।”
নিহতের পরিবার ও সংশ্লিষ্টরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক বিচার প্রত্যাশা করছেন।