নেত্রকোনা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির গ্রেফতার

নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলামের বাড়ি সদর উপজেলার মদনপুর এলাকায়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন নজরুল। ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বিএনপি কর্মী মো. আল আমিন দায়ের করেছিলেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, "নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।"