পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে ঈদ উপহার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালিন পটুয়াখালীতে যুবলীগ উদ্যোগে ছিন্নমুল খেটেখাওয়া অসহায় দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
১০ মে সোমবার বিকাল ৪টায় জাতীয় সংসদ সদস্য এড. শাহজাহান মিয়া এর বাসভবনের সামনে জেলা যুবলীগের সভাপতি এড. আরিফুজ্জামান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার ও ঈদ বস্ত্র লুঙ্গী, শাড়ি বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সৌমেন্দ্র লাল শৈলেন চন্দ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ও একেএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য ও ল কলেজের অধ্যক্ষ এড. মোঃ নাসির উদ্দিন, যুবলীগ সভাপতি আলহাজ¦ এড. আরিফুজ্জামান রনি জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম।
দুই শতাধিক নারী পুরুষকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে বলে যুবলীগ সভাপতি এড. আরিফুজ্জামান রনি জানান।