পীড়ায় প্রস্তুতি ম্যাচ খেলবেন না রোনালদো

কাতার বিশ্বকাপ শুরুর মুহূর্তে অসুখ বাঁধিয়ে ফেললেন রোনালদো। পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, বিশ্বকাপের আগে বৃহস্পতিবার মধ্যরাতে নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে রোনালদো খেলবেন না। কারণ, তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। একই কারণে তিনি দলের সর্বশেষ অনুশীলনে ছিলেন না।
লিসবনে খেলা শুরু হবে বাংলাদেশ বৃহস্পতিবার রাত পৌনে একটায়। এই ম্যাচের পর কাতারের উদ্দেশে দেশ ছাড়বে পর্তুগাল দল।
অনুশীলনের সময় পেটে ব্যাথা অনুভব করেন রোনালদো। যার জন্য আজ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচেও পর্তুগালের জার্সি গায়ে দেখা যাবে না রোনালদোকে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের না খেলার কথা নিশ্চিত করেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস জানান,নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো। পেটের সমস্যার জন্য প্রস্তুতি ম্যাচের দল থেকে ছিটকে গিয়েছেন তিনি।
ফার্নান্দো সান্তোস আরও জানান, রোনালদো শারীরিকভাবে ভালো আছেন। পেটের সমস্যা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তাকে স্বাভাবিকভাবেই বিশ্রাম দেওয়া হয়েছে।
রোনালদো বাদে দলে আরও কয়েকজনেরও পেটের সমস্যা দেখা দিয়েছে জানিয়ে সান্তোস বলেন, এটা এমন একটি সমস্যা, যেখানে আমরা কোনো ধরণের সাহায্যও করতে পারছি না। পেটে সমস্যার কারণে তাদের শরীর থেকে প্রচুর পানিও নিঃসৃত হয়েছে। যার জন্য তারা অনেকটা দুর্বলও হয়ে পড়েছেন।
কয়েক দিন আগেই এক টিভি সাক্ষাৎকারে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বোমা ফাটিয়েছেন রোনালদো। মাঠের খেলার চেয়ে এই প্রসঙ্গ নিয়েই তিনি বেশি আলোচনায় আছেন।
রোনালদোর ওই সাক্ষাৎকারের বিষয়ে কোচ সান্তোস জানান, যতদূর জানি, রোনালদো জাতীয় দল নিয়ে কোনো কথা বলেনি। এটা তার ব্যক্তিগত সাক্ষাৎকার, আমাদের সম্মান করতে হবে। তাকে নিয়ে এত আলোচনার প্রভাব জাতীয় দলে পড়বে না।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করবে রোনালদোর পর্তুগাল। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।