প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার মামলায় গৌরনদীতে তরুন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে তার পরিবারের অকল্যান কামনা করে বরিশালের গৌরনদী উপজেলার এক তরুন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) ষ্টাটাস দেয়ার অভিযোগে উপজেলার মেদাকুল গ্রামের বিল্টু সাহার পুত্র ও এবারে এইচএসসি পাশ করা তরুনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদি হয়ে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মন্দির কমিটির একাধিক সদস্য আমাকে জানান মন্দির কমিটির সদস্য গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বেল্টু সাহার ছেলে ও এবারে এইচএসসি পাশ সৌভিক সাহা (১৯) প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ষ্টাটাস দিয়েছে। বিষয়টি আমি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনকে অবহিত করি। ওসি ওই রাতেই সৌভিক সাহাকে আটক করে। এ সম্পর্কে জানতে চাইলে সৌভিক সাহার বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও মন্দির কমিটির সদস্য বিল্টু সাহা ছেলের ফেইসবুক আইডি থেকে ষ্টাটাস দেয়ার কথা স্বীকার করে বলেন, আমার ছেলে মানুষিক ভারসাম্যহীন তার চিকিৎসা চলছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) নিজ আইডি থেকে ষ্টাটাস দেয়ার ঘটনায় গৌরনদীর বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কার্যকরী কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদি হয়ে সৌভিক সাহাকে আসামি করে একটি মামলা করেছে। পুলিশ সৌভিক সাহাকে গ্রেপ্তার বরিশাল আদালতে প্রেরন করে। আদালত সৌভিক সাহাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে ।