ববি শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতার জীবন ও কর্ম’ নিয়ে কুইজ প্রতিযোগিতা

ববি শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতার জীবন ও কর্ম’ নিয়ে কুইজ প্রতিযোগিতা

নতুন প্রজন্মকে মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনাদর্শে আরো সচেতন ও আগ্রহী করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব’ হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীদের একটি নির্দিষ্ট তথ্য ফরমে (http://equiz.bu.ac.bd) রেজিস্ট্রেশন করতে হবে। 

কুইজের বিষয়- ‘বঙ্গমাতার জীবন ও কর্ম’। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশনের তথ্য ফরম আগামী ৫ আগস্ট রাত ১২টার মধ্যে পূরণ করতে হবে। কুইজ অনুষ্ঠিত হবে ৭ আগস্ট বিকাল ৫ টায়। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের কুইজে অংশগ্রহণ করার জন্য লিংক প্রতিযোগিতা শুরুর আগে ফিরতি ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। কুইজে প্রশ্ন থাকবে ১০ টি। কুইজের উত্তর দেওয়ার সময় সময়সীমা ১৫ মিনিট। সোয়া ৫টার মধ্যে কুইজের উত্তর জমা দেয়ার লিংক বন্ধ করে দেয়া হবে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে পার্টিসিপেশন সার্টিফিকেট। বিজয়ী প্রথম ৩ জনের জন্য থাকবে সার্টিফিকেট ও পুরস্কার হিসাবে মূল্যবান বই। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি গতকাল মঙ্গলবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।