বরিশালে আগাম ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালে ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা।
আজ শুক্রবার সকাল ৯ টায় নগরীর ২৩ নং ওয়ার্ডে তাঁজকাঠী হাজী বাড়ী শাহছুফি মমতাজিয়া জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. গোলাম রাব্বানী আখি।
সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে মিলরেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেন তারা।
নগরীর ৭টি এবং বিভাগের ৭৩ টি মসজিদে এই ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। দেশ ও মানুষের কল্যানে দোয়া করেন তারা। ঈদ জামাত শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করেন।
জেলার বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রাম, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরি সুফী দরবারের প্রায় ৫ হাজার অনুসারী রয়েছেন।